ষোলো রাবার বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫২ বছর বয়সী ফারুক আমীন। গুলিবিদ্ধ হওয়ার পর আতঙ্কে স্ট্রোক করেন। বুলেটবিদ্ধের কারণে এখন তিনি স্মৃতিশক্তি হারাতে বসেছেন।
গাজীপুরের শ্রীপুর বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী ফারুক আমীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর রেলস্টেশন এলাকায় পুলিশের রাবার বুলেটের আঘাতে মারাত্মক আহত হন তিনি। তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে অন্তত ২১টি বুলেট বিদ্ধ হয়।
অস্ত্রোপচার করে পাঁচটি রাবার বুলেট বের করা হয়। মাথায় বুলেটে থাকায় আচরণ এবং অবস্থা দিনদিন অবনতির দিকে যাচ্ছে। অর্থনৈতিক সমস্যার কারণে উন্নত চিকিৎসা দেওয়ায় সম্ভব হচ্ছে না বলেছেন তার মেয়ে।
হার্টের চিকিৎসার পরই কেবল মাথার অপরেশন সম্ভব। দ্রুত সময়ের মধ্যে হার্টে দুটি রিং পরাতে হবে। গুলি বেড় করতে বিলম্ব হলে চিরতরে নষ্ট হয়ে যেতে পাারে তার স্মৃতিশক্তি।
এক মাস যাবৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন ফারুক। হৃদয়বানরা এগিয়ে এলে হয়তো ফারুক স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই প্রত্যাশা পরিবাররের।