17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

স্মৃতিসৌধে ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টার শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার কিছুক্ষণ পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে বাকি ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। যার কারণে, তাঁরা বৃষ্টিতে ভিজে ভিজেই শ্রদ্ধা জানিয়েছেন।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া বাকি ১৩ উপদেষ্টা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নারী অধিকারকর্মী ফরিদা আখতার, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম ও নির্বাচনব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুরশিদ।

সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আবার রওনা দেন ঢাকার উদ্দেশে। তাঁরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার দেশ কাঁপানো আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ফলে কার্যত তিন দিন এই দেশ সরকারশূন্য ছিল। ফলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে ১৬ উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন