জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি) বলেন, স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে না, যারা ফিলিস্তিনিদের পক্ষে লংমার্চ করতেছে তাদেরকে সাধুবাদ জানাই, খাদ্যের অভাবে অনেকেই ঘাস লতাপাতা খাচ্ছে, তাদের জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ প্রয়োজন এবং জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশনা ফিলিস্তিনির রাষ্ট্রদূতের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য ঔষধ পাঠানো হবে।
সোমবার (১৪এপ্রিল) বিকেল ৪টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাকের পার্টি ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগ আয়োজনে কেন্দ্রীয় দাওয়াতী মিশনে এসব কথা বলে তিনি।

এসময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি আসাদুজ্জামান রানা, বগুড়ার সভাপতি মিজানুর রহমান, নওগাঁর সভাপতি রেজওয়ান ফারুক ও জয়পুরহাটের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
পড়ুন : জয়পুরহাটে এজেন্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন