26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে জাবির ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

রোববার (১২ জানুয়ারি) সকালে বসায় অনুষদ সংলগ্ন এলাকায় শান্তির প্রতীক পায়রা ও আকাশে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বয়স আমাদের দেশের বয়সের ‘সমান’। দেশের প্রতি আবেগ বিশ্ববিদ্যালয়ের প্রতি আবেগ দুটি মিলে একাকার হয়ে যায়। গত ৫৪ বছরে যারা বিশ্ববিদ্যালয়কে এতদূর এগিয়ে এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতায় আগামীতে আমাদের সাধ্যানুযায়ী অ্যাকাডেমিক উন্নয়ন ও প্রাণ-প্রকৃতি রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করছি।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার ড. এ.বি.এম. আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল ও অন্যান্য অফিস থেকে স্বতন্ত্র ব্যানারে আন্দোলন মিছিল নিয়ে উপস্থিত হয়। এরপর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ব্যবসায় অনুষদের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গী ঘুরে শহিদ মিনার দিয়ে মুক্তমঞ্চে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ আয়োজন, পুতুল নাচ ও রাগিণী সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান, আলপনা ও গ্রাফিতি অঙ্কন, পিঠা মেলা ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান—এই চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ প্রথম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সাল থেকে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে অধ্যয়ন করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী।

এনএ/

আরও পড়ুন: পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন

দেখুন: ‘বিশিষ্টজনদের উপর হামলা হচ্ছে কাদের ইন্ধনে?’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন