১০/১১/২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি হজযাত্রী

বিজ্ঞাপন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ২০৮টি ফ্লাইটে ৮০ হাজার ৭২৩ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

আজ শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (৩০ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৪টি, সৌদি এয়ারলাইনস ৭৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে, পবিত্র হজপালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ ২৯ মে মৃত্যুবরণ করেছেন মাদারীপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় নয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

এনএ/

দেখুন: ৮ হাজার ৬৪০ কিলোমিটার হেঁটে হজ করতে গেলেন যুবক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন