১৩/০৬/২০২৫, ১৪:০৪ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:০৪ অপরাহ্ণ

মিরপুর থানার আনোয়ার হত্যা মামলায় মেনন-ইনু ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর থানার আনোয়ার হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন ইনু। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এনএ/

দেখুন: গফরগাঁওয়ে চিকিৎসককে প্রকাশ্যে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন