32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ঝিনাইদহে সৎ মেয়েকে হত্যা মামলায় মা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ খাইয়ে মাহমুদা খাতুন নামে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির সৎ মা হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শনিবার (৮ মার্চ) গভীর রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমায়রাকে গ্রেপ্তারের পর তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ।

হুমাইরা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলম এর দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শিশু মাহমুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়।

এ ঘটনায় গত ৭ মার্চ শিশু মাহমুদা খাতুনের বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, শনিবার রাতে র‍্যাব শিশু মাহমুদা হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

এনএ/

দেখুন: গফরগাঁওয়ে চিকিৎসককে প্রকাশ্যে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন