সিলেট বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা এবং নেত্রকোণা মডেল থানায় হত্যাসহ তিন মামলার আসামি শামীম বিশ্বাসকে (২৮) গ্রেপ্তার করেছে নেত্রকোণার মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেট কোতোয়ালি থানা এলাকা হতে আজ সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শামীম বিশ্বাস নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের শিমুলাটি গ্রামের সাদির বিশ্বাসের ছেলে।
নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় এবং নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজের সার্বেক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালন করেন পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলাসহ নেত্রকোণা মডেল থানায় আরো তিনটি মামলায় আসামি হিসেব রেকর্ড রয়েছে গ্রেপ্তারকৃত শামীমের নামে।
তিনি জানান, মাছ মারাকে কেন্দ্র করে গত ২০২৪ সালের ২২ অক্টোবার নেত্রকোণার ঠাকুরাকোণা ইউনিয়নের পাচপাই গ্রামের আনন্দ বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে কংস নদীর তীরে শিমলাটি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাসিম বিশ্বাসকে (২৮) গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামিগণ দাঁড়ালো অস্ত্র দ্বারা উপর্যুপরি আঘাত করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিনদিন পর গত ২৫ অক্টোবর বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাসিম বিশ্বাসের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ভুক্তভোগীর স্ত্রী মোছা ছাবিনা আক্তার বাদী হয়ে শামীম বিশ্বাসসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারনামীয় ৪নং আসামি অলিউল্লাহ বিশ্বাসকে ইতোপূর্বে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড আবদেনসহ শামীম বিশ্বাসকে আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
এনএ/