30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর আসামী মাসুম গ্রেপ্তার

ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যা কান্ডের ২১ বছর পর আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেফতারকৃত আসামি হলেন- মো. মাসুম (৪৭), পিতা-আব্দুল আহাদ, সাং-কল্লা ছোট মসজিদ, খানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২১ বছর পর ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। ২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা খানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন। আলোচিত এই হত্যাকান্ডেররায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মে. মাসুম কে র‍্যাব ১১ অভিযানিক দল তল্লা ছোট মসজিদ এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: পাওনা টাকা চাওয়া নিয়ে হত্যার অভিযোগ, রাতে লাশ নিয়ে সড়কে বিক্ষোভ স্বজনদের

দেখুন: প্রেমিকার কারণে মায়ের সাথে এ কেমন আচরণ!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন