১৪/০৬/২০২৫, ১৬:৪৯ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৪৯ অপরাহ্ণ

শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সিসিটিভির সেই ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়ায়, দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

আজ সোমবার (১২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিবি এসব তথ্য জানায়।

গত শুক্রবার রাতে মিরপুরের শামীম সরণি এলাকার, একটি বাসা থেকে উদ্ধার হয়, মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের মরদেহ। দুজনই সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। পরে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন মরিয়ম বেগমের স্বামী, অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নামে গোয়েন্দা বিভাগ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে খুঁজে পাওয়া যায় সন্দেহভাজনকে। তিন দিন পরে রহস্যে মোড়া, জোড়া খুনের এই ঘটনার জট খুলেছে।

বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয়েছে, হত্যার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে।

তুচ্ছ ঘটানায় এই হত্যাকাণ্ডের পুরোটা স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন, আরও মোটিভ খুজতে গ্রেপ্তার ব্যক্তিকে চলছে জিজ্ঞাসাবাদ।

এনএ/

দেখুন: মেডিকেল শিক্ষার্থীর আত্মহনন, পরিবারের দাবি হত্যা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন