18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

আটটি মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ ১। মোঃ রফিকুল ইসলাম (৪৩) ও ২। মোঃ রবিউল ইসলাম সোহাগ (৩০) ।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫) ভোর ৫:০০ঘটিকায় যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারি বিভাগের ওয়ারী জোনাল টিম।

আটটি মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক:

ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বণ্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা হতে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সাথে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদন্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

উদ্ধারকৃত হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর নিকট হস্তান্তর করা হয়েছে।

দেখুন: নরসিংদীর জনসভায় যা বললেন সারজিস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন