26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

হবিগঞ্জের-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৯ ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরন করেছে আদালত।

মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীম এর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

গত সোমবার রাতে দিকে রাজধানীর ফার্মগেইট থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করেন।


এদিকে আজ সকাল ১০টার দিকে হবিগঞ্জের পুলিশ তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে আদালতে হাজির করে জেলা হাজতে প্রেরন করেন।

মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, সাবেক এমপি আব্দুল মজিদ খানকে সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আলীমের আদালতে হাজির করা হয়। তিনি ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় আদালত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পড়ুন:পুনরায় নির্দেশনা অমান্য: জনতার বাজারে পশুরহাটে টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র

দেখুন:হবিগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে পশুরহাট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন