18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

হবিগঞ্জে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার চানপুর চা বাগানের পাশের মেইন সড়‌কের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে এর সূত্রপাত বলে জানা যায়। 

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার ভোররাতে জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পার্শ্বে প্রথমে একটি দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে  চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টারপর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনের সময় দোকানে কোন ধরনের লোকজন না থাকার কারনে বিষয়টি প্রথমে কেউই বলতে পারছেনা। সাধারণ লোকজন আগুনের শিখাদেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো:কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন