১৩/০৬/২০২৫, ১৩:৪১ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৪১ অপরাহ্ণ

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র—টেটা, বল্লমসহ—বেপরোয়াভাবে একে অপরের ওপর হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

মঙ্গলবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।

আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জলসুখা গ্রামের বর্তমান ইউপি সদস্য সলিম উদ্দিনের গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের রেজাউল করিমের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র—টেটা, বল্লম ইত্যাদি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পড়ুন: হবিগঞ্জে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দেখুন: সোলেমান হাজারী এখন হবিগঞ্জে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন