26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

হযবরল অবস্থায় শেয়ারবাজার: সরকারও নজর দিচ্ছে না

দিন যত যাচ্ছে ততই অস্থিতিশীল আচরণ করছে দেশের শেয়ারবাজার। প্রতিনিয়তই উল্লেখযোগ্যহারে শেয়ার দর কমছে। আর দর যত কমছে ততই বিনিয়োগকারীদের পুঁজি শেষ হচ্ছে। বর্তমান সময়ে বিনিয়োগ উপযোগী পরিবেশ থাকা স্বত্ত্বেও নতুন কোন অর্থ আসছে না। অল্পকিছু কোম্পানির ছাড়া বাকি শেয়ার দর অর্ধেকেরও নিচে নেমে এসেছে।


তবে দেশের সার্বিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় থাকায় শেয়ারবাজার নিয়ে তেমনটা আগ্রহ দেখা যাচ্ছে না। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে টেনে তুলতে সরকারও নজর দিচ্ছে না। সবমিলিয়ে এক হযবরল অবস্থায় পড়ে রয়েছে দেশের শেয়ারবাজার।


জানা যায়, আজ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬২৪.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৩.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৩.৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯০ লাখ ৫ হাজার ৪৫৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা।


গত কার্যদিবসে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৬৫৮.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০০১ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ০৬২.৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল ১৫৩ টির, কমে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬ হাজার ৪৭২ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৩০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।


সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।


এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১০৬.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৫৯.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন