24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

প্রধান বিচার পতিকে হেয়: স্বরাষ্ট্র সচিবকে ডাকলেন হাইকোর্ট

বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে ২ মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বৃহস্পতিবার (৬ মার্চ) স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ সময় বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে অথচ এই সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সব সময়। এটা কি ধরনের আচরণ।

হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

২ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শককে সমমানে রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার হাইকোর্টে ম্যানশন আইটেমে শুনানি হয়।

শুনানি তে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় আছে, সেখানে নির্ধারণ করা আছে বিশিষ্ট ব্যক্তিদের ক্রম-পদমর্যাদা। এই রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি পেন্ডিং আছে। এ প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। শুনানি শেষে ৩ মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে দেন।

পড়ুন : মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নির্ধারণ করে দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’

দেখুন : চেক ডিজঅনার মামলা: রায় আপিলে স্থগিত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন