25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

হাইমচরে আগুনে পুড়লো ২৬ টি দোকান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরে হাইমচরের ২নং উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামে কে ভিএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটে আগুন লেগে ২৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় আগুনের এমন দুর্ঘটনা ঘটে। আগুনের লেলিহান শেখা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। প্রায় দুই ঘন্টা যাবৎ আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মার্কেটে থাকা মুদি দোকান, ফার্মেসি, হোটেল, সেলুন, চায়ের দোকানসহ প্রায় ২৬ টি দোকান পুড়ে ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়াও মার্কেটের আরও সাতটি দোকান মালিকের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টগণ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ডাক্তার নজরুল ইসলাম রুবেলের ফার্মেসির ১০ লক্ষ, জহিরুল ইসলামের মুদি দোকানের ৭ লক্ষ, ইব্রাহিম চৌকিদারের মুরগীর ও মুদি দোকানীর ১০ লক্ষ, পরেশ মুদি দোকানীর ৯ লক্ষ পঞ্চাশ হাজার, অনিলের চা ও মুদি দোকানে ৫ লক্ষ, রাজিব কনফেশনারীর ৪ লক্ষ, সুমন হোটেলের ১ লক্ষ, অজয় সেলুনের ৭০ হাজার, সেলিম মুন্সি হোটেলের ২ লক্ষ, আলমগীর ফুচকার দোকানীর ৩০ হাজার, ভুট্টো চা দোকানীর ৫০ হাজার, অমর আলী মুদি দোকানীর ৪ লক্ষ, পলাশ মালি সেলুনের ৩০ হাজার টাকা, বন্ধু মহল ক্লাব , দুল্লাল চৌকিদার সারের ডিলারের ৫ লক্ষ, সিদ্দিক গাজী মটর গ্যারেজ ২ লক্ষ ৫০ হাজার, অনাত প্রদীপ চা দোকান ৫০ হাজার, ফারুক পাটওয়ারী ভ্যারাইটিজ স্টোরের ১লক্ষ ৫০ হাজার, জাহাঙ্গীর হোসেন লাইব্রেরি ৫ লক্ষসহ আরো ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহিম চৌকিদার জানান,হাইমচরে মানুষের ডাক চিৎকার শুনে দ্রুত দোকানের কাছে ছুটে আসি। এরপর আগুনের লেলিহান শিখা দেখতে পাই। আগুনে আমার মুদি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

আরেক ফার্মেসী ব্যবসায়ী ডাক্তার রুবেল হোসেন জানান, মোবাইল ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর ফোনে দ্রুত ছুটে আসি এরপর আগুন দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। দোকানের ভিতরে নগদ তিন লক্ষ টাকা ও মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচরে ফায়ার স্টেশনের ফিডার রতন শেখ জানান,

আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। আমাদের সংরক্ষণে থাকা পানি সরবরাহ করে আগুন নেভানোর চেষ্টা করি। এছাড়াও অতিরিক্ত পানি সরবরাহের জন্য হাইমচরে আগুনে পুড়লো ২৬ টি দোকান: কোটি টাকার ক্ষয়ক্ষতি যে পাম্প আমরা ব্যবহার করে থাকি। তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ ফায়ার স্টেশন এর সহযোগিতা নেই এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

এদিকে বিষয়টি নিয়ে চাঁদপুরের হাইমচরে আগুনে পুড়লো ২৬ টি দোকান: কোটি টাকার ক্ষয়ক্ষতিউপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা জানান, আগুনে পুড়ে দোকানগুলোর ক্ষয়ক্ষতি সরজমিনে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন : নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে গুনতে হবে তিনগুণ জরিমানা: উপদেষ্টা সাখাওয়াত

দেখুন : শত বছর ধরে জনশূন্য বাংলাদেশের গ্রাম | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন