০৮/০৭/২০২৫, ২০:৫০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৫০ অপরাহ্ণ

হাজিপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের (১৯৮০-১৯৯৫) ঈদ পুনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন বৃহস্পতিবার বিকাল চারটায় চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদরাসার প্রাক্তন ছাত্র আবু জাফর নিরব।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন।


প্রধান অতিথি বক্তব্যের তিনি বলেন, ঈদ পুনর্মিলনীতে সবাই একত্রিত হতে পেরে যে আবেগ -অনুভূতি সৃষ্টি হয়েছে তা অকল্পনীয় ,আমরা আশা করতেছি আগামীতে আরও বিশাল পরিসরে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। অন্যান্য অতিথিবৃন্দ বলেন, আমরা একসাথে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু পরিচয় না থাকার কারণে পারস্পরিক সৌজন্যবোধ থেকে বিরত থেকেছি, এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে পরিচিত হতে পেরে খুবই আনন্দ অনুভব করছি। সবাই যেন পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছি।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই, দাসকান্দি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, ইয়ার উল্লা মিয়া, ফারুক , শিহাবদ্দিন, নুরুল ইসলাম ,আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া, আলামিন রিটু, মোসলেউদ্দিন, শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্য ওসমান গঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আল মাহমুদ।

পড়ুন : চরফ্যাশনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন