চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চাঞ্চল্যকরভাবে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চাইনিজ রাইফেল, দেশীয় অস্ত্র, গুলি এবং একটি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা। ১৩ মে সোমবার বলাখালে অভিযানটি পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে হাজীগঞ্জ থানা পুলিশ একটি সমন্বিত অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বিপজ্জনক এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি ৭.৬২ মিঃমিঃ চাইনিজ রাইফেল, যা পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP) থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১টি স্থানীয়ভাবে তৈরি ৭.৬২ মিঃমিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল অ্যামুনিশন এবং ১টি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক। তিনি জানান, এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুন: হাজীগঞ্জে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্র ভাংচুর
দেখুন: চাঁদপুরের নারীরা অনেক সুন্দর: অপু বিশ্বাস
ইম/