০৮/০৭/২০২৫, ২১:০৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:০৭ অপরাহ্ণ

হাজী শরীয়তুল্লাহ বাজারে ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে পরিচালিত হয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান। শনিবার (১৫ জুন) দুপুর বারোটা থেকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

বেইলী ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত হাজী শরীয়তুল্লাহ বাজারের সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠেছিল দোকানপাট। ২০১৯ সালের একটি মামলার (মামলা নম্বর: ৭৮/২০১৯) আলোকে আজ মোট ১৫টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোঃ মোর্শেদ আলী মোল্লা এবং সদর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আদেল সেক।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান লাভলু, সহ-সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলুসহ কমিটির অন্যান্য সদস্যরা।

অভিযানকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একটি দল এবং আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে। অভিযান চলাকালীন বাজার এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

সংবাদ লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান ছিল। প্রশাসন জানিয়েছে, সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন: ফরিদপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫, আহত ৪

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন