27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

হানিমুন শেষ করে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান। বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। খবরটি নিয়ে বেশ চর্চাও হয়। বিয়ের পরই হানিমুনে উড়ে যান মালদ্বীপে। বেশ কিছুদিন নিজেকে ছুটিতে রাখার পর কাজে ফিরেছেন তাহসান। তাই তো মালদ্বীপ থেকে দেশে ফিরে ছুটে যান কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।

তাহসানের ফেসবুক পেজ থেকেই জানা গেল এসব তথ্য। মূলত গত বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন এই গায়ক-অভিনেতা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সেখানকার কিছু ছবি পোস্ট করেন তিনি। তাহসান লেখেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।

তাহসান লেখেন, জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।

 তাহাসানের হানিমুন

হানিমুনের স্থিরচিত্র তাহসানের স্ত্রী যা লিখেছেন

গত ১৩ জানুয়ারি মালদ্বীপে হানিমুনের স্থিরচিত্র তাহসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জীবনবুননে সুতা আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’ এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা। তাহসানের স্ত্রীর পোস্ট করা সেসব স্থিরচিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। 

প্রসঙ্গত, গান ও অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন তাহসান খান। বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত হন এই তারকা।

২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআরের সঙ্গে একত্রে কাজ করে চলেছেন। তিনি বিভিন্ন সময়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআরের অন্যান্য অনুষ্ঠানের যুক্ত থেকে সহায়তা করেছেন।

পড়ুন: নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’

দেখুন: তাহসানের হবু বউর পরিচয় জানার পর মিডিয়ায় চলছে তোলপাড়! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন