০৮/১১/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হান্নান মাসউদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: রাঙামাটি এনসিপি

খাগড়াছড়ির ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের বক্তব্য অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছে রাঙামাটি এনসিপি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমার সই করা এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলায় সিঙিনালা নামক স্থানে অষ্টম শ্রেণী পড়ুয়া এক মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলমান আন্দোলনে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভূত সহিংসতা পরিস্থিতির জন্য জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাঙামাটি পার্বত্য জেলা গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উক্ত সহিংসতা পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, সেই সাথে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত ও ধৈর্য্য ধারণা করার আহবান জানাচ্ছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সহযোগিতার মনোভাব পোষণ করার অনুরোধ জানাচ্ছে।

বিবৃতিতে ধর্ষকদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবানও করে দলটি।

পড়ুন: ভর্তুকীর সারে উৎস কর নির্ধারণ না করার দাবি বিসিআইসি সার ডিলারদের

দেখুন:গাজীপুরে র‌্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন