১৬/১১/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হামজার ফ্রি-কিকে ১ গোলে এগিয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

বিজ্ঞাপন

বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের একাদশে কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোমকে রাখেননি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সামিত গত পরশু (মঙ্গলবার) রাতে এসে গতকালই একটি অনুশীলন সেশন পেয়েছিলেন। কোচ ক্যাবরেরা তাকে একাদশের বাইরে রেখে বাংলাদেশ দল সাজিয়েছেন। প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ারও।

এই ম্যাচেও স্বাভাবিকভাবেই গোলরক্ষকের ভূমিকায় মিতুল মারমা। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে ২৩ জনের স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ কোচ। তবে ইনজুরির জন্য একাদশে নেই তপু। তার পরিবর্তে শাকিল আহাদ তপু সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন তারিক কাজীর সঙ্গে। দুই ভাই তাজ ও সাদ যথাক্রমে দুই ফুলব্যাক।

আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ অ-২৩ দলে দুর্দান্ত খেলেছিলেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনিই একমাত্র নতুন মুখ। অনুশীলনেও তিনি ভালো করেছেন এবং কোচ তার প্রতি সন্তুষ্ট থাকলেও প্রথম একাদশে রাখেননি। ভরসা রেখেছেন অভিজ্ঞ সাদের ওপরই।

পড়ুন : হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পাননি শমিত ও জামাল ভূঁইয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন