ইরানের হামলার আশঙ্কায় প্রধান বিমানবন্দর বন্ধ করে দিলো ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের আকাশসীমা “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ” থাকবে।
একই সাথে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ উঠানামা বন্ধ থাকবে। শনিবার (১৪ জুন) সকালেও বিমানবন্দরের ওয়েবসাইটটি বন্ধ দেখা গেছে।
মন্ত্রণালয় আরও বলেছে, ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা “আকাশসীমা পুনরায় চালু হওয়ার কমপক্ষে ছয় ঘন্টা আগে” মিডিয়াতে তথ্য পাবেন।
এদিকে শনিবার ভোরে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকদি ভবন।
ইসরায়েলি সেনাবিহিনী ইরানের হামলার কথা স্বীকার করে বলেছে, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
পড়ুন: ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত বেড়ে ৬৩
এস