১৫/০৬/২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ

হামলা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙামাটি জেলা শহরে সমাবেশ থেকে এক পাহাড়ি যুবককে হামলার প্রতিবাদে রাঙামাটির কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার কুতুকছড়ি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের সামনে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শ্যামল চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি তেরেসা চাকমা, সদস্য ক্য সিং মারমা প্রমুখ।

সমাবেশের আগে, কুতুকছড়ি নির্বাণপুর বিহার গেইট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বড়মহাপুরম উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সমাবেশ করে।


প্রসঙ্গত, গত ১২ মে (সোমবার) দুপুরে রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) নামের বাঙালিভিত্তিক একটি সংগঠন। সমাবেশ চলাকালীন সময়ে ছবি তোলাকে কেন্দ্র করে প্রান্তর চাকমা নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। মূলত এ ঘটনার প্রতিবাদে বুধবার কুতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হলেও এটি মূলত ইউপিডিএফের কর্মসূচি।

সমাবেশে বক্তারা বলেন, ‘রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় গত সোমবার (১২ মে) দুপুরে বাঙালিদের এক সমাবেশ থেকে প্রান্তর চাকমা নামে ওষুধ বিপণণপ্রতিষ্ঠানের এক কর্মীকে বিনা উসকানিতে হামলা করা হয়। আমরা এই হামলার প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি। প্রশাসনকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’

তারা আরও বলেন, ‘সমাবেশ থেকে, মিছিল থেকে বিভিন্ন সময়ে জুম্মদের ওপর উগ্র বাঙালিরা হামলা চালাচ্ছে। মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু প্রশাসন এসব ঘটনার একটিরও বিচার করেনি। হামলাকারীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। পাহাড়িরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন, প্রতিনিয়ত আমাদের পাহাড়ি মা-বোনরা ধর্ষণ নিপীড়নের শিকার হচ্ছেন।’

এসময় সমাবেশ থেকে সম্প্রতি বান্দরবানের থানচিতে এক খিয়াং নারীকে ‘ধর্ষণের পর’ হত্যা ও রাঙামাটির কে কে রায় সড়কে এক শিক্ষার্থীকে সিএনজিঅটোরিকশায় যৌন হয়রানির চেষ্টার প্রতিবাদ জানানো হয়েছে।

পড়ুন : http://রাঙামাটিতে বিনা’র উদ্ভাবিত জাত সম্প্রসারণে কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন