সরকারি স্থাপনায় হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে আখ্যায়িত করার দাবিও জানিয়েছে দলটি। আজ রবিবার (২৮ জুলাই) দুপুরে বনানীর কার্যালয়ে দলের যৌথসভা শেষে, সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন জাপা মহাসচিব।
কোটা সংস্কার আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পরে সংঘাত, সহিংসতা। আহত ও নিহত হন অনেকে। কোটা ইস্যুতে বিভিন্ন দল তাদের অবস্থান তুলে ধরলেও, নীরব ভূমিকায় ছিলো জাতীয় পার্টি।
অবশেষে সেই নীরবতা ভাঙলো। চলমান পরিস্থিতি নিয়ে যৌথসভায় বসে দলটি। সভায় ১১টি সিদ্ধান্ত নিয়েছে জাপা। এর মধ্যে রয়েছে, সরকারি স্থাপনায় হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে, সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সব কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে জাপা। আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে আখ্যায়িত করার দাবিও তাদের।
কোটা নিয়ে আপিল বিভাগের দেয়া রায়, জাতীয় সংসদে নতুন আইন পাস করে বাস্তবায়নের দাবিও জানিয়েছে জাতীয় পার্টি।