ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি’র নেতাকর্মীরা হামলা-মামলা অনেকটাই কাটিয়ে উঠেছে। হাসিনা সরকারের প্রায় পুরোটা সময় ধরে হামলা-মামলা ও জেল-নির্যাতনের শিকার হন দলটির নেতা-কর্মীরা। বিএনপি’র নীতিনির্ধারকরা এখন দল গোছাতে ব্যস্ত।
আগামী নভেম্বর থেকে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠনে সক্রিয় হচ্ছে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলতে পারে বলে জানিয়েছে বিএনপি’র একটি সূত্র। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
যদিও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোন সময়সীমা সরকারের পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি। অবশ্য আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল গণমাধ্যমে আগামী বছর নাগাদ নির্বাচন হতে পারে বলে নিজের ব্যক্তিগত ধারণা দিয়েছেন।
তবে সরকারের দিক থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়া উপদেষ্টার ব্যক্তিগত ধারণাকে আমলে নিতে চায় না বিএনপি।
আর একটি সূত্র জানায় বিএনপি’র ভেতরে নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সংসদ নির্বাচন আদায় বিএনপি’র প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা।