নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালে পুতিন তা সরাসরি প্রত্যাখান করে দিয়েছেন। নেতানিয়াহু গ্রিসে নিরাপদে আশ্রয় নিয়ছে বলে গুজব ছড়িয়েছে।
পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও বিশ্ব তেল পরিবহনের গেটওয়ে খ্যাত হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান।
ইরানের হামলায় পুরো বিপর্যস্ত ইসরাইল পরমাণু হামলার হুমকি দিয়েছে। ইরানও আজ যেকোনো সময় পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে।
যুদ্ধজাহাজ ও রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আকাশ পথে দুই দফা হামলার পরে তৃতীয় দফায় সাব-মেরিন ও যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান।
ইরান ট্রু প্রমিজ-৩ শুরু করেছে। নাম দেয়া হয়েছে “ইয়া আলী ইবনে আবি তালিব”। ইসরাইলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন- এটা ইসরাইলের বিরুদ্ধে সর্বশেষ অভিযান।
ই*সরায়েল জানিয়েছে, ইরান এ পর্যন্ত ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের যুদ্ধ*মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে, ইরান রেড লাইন ক্রস করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের রামাত গানে ৯টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে মিডল ইস্ট অবজারভার। ইসরাইলের নৌবাহিনীর প্রধান আলুফ ডেভিড সালামি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান ভূপাতিত এবং এক নারী ইসরাইলের এক নারী পাইলটকে গ্রেফতারের দাবি করেছে ইরান। ইরানই হচ্ছে বিশ্বে একমাত্র দেশ যারা সফলভাবে মার্কিন নির্মিত ইসরাইলের F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মজার ব্যাপার হচ্ছে- একটি নয় অন্তত দুটি এই মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। এই ঘটনায় আমেরিকার গর্ব চূর্ণ হল, দম্ভ চূর্ণ হয়েছে ইসরাইলেরও। যে এফ-35 র্যাডারে ধরা পড়বে না সেই বিমানকে ঠিকই ভূপাতিত করেছে। এর আগে ২০২০ সালের জুন মাসে ইরান আমেরিকার গ্লোবাল হক স্টেলথ ড্রোন ভূপাতিত করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। ফলে এটা মোটামুটি বেশ পরিষ্কার যে, ইরানের কাছে এই স্টেলথ প্রযুক্তি কঠিন কিছু না।
মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, যে দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকেই হামলা করবে ইরানে সেখানেই পাল্টা হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান (ফলে সেসব দেশেরও যুদ্ধের জড়ানোর সম্ভবনা অনেক বেশি)।
এনএ/