ইসমাঈল হানিয়ার মৃত্যুর পর হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। তাকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ছিলেন সিনওয়ার। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্তহত্যায় নিহত হন ইসমাইল হানিয়া।
নতুন দায়িত্ব গ্রহণ করার আগপর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সিনওয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন।
এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হবেন। আল্লাহ তাঁকে (হানিয়াকে) ক্ষমা করুক।’