হামাস আর কখনোই গাজা শাসন করবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবির পর তিনি বৃহস্পতিবার একথা জানান।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা সিনহুয়া।
নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাকে আজ হত্যা করা হয়েছে। হামাস আর গাজা শাসন করবে না।’
তিনি আরও বলেন, ‘যে তার অস্ত্র রেখে নিজেকে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব আর যে তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় থাকবে।’