27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

হায়দরাবাদকে ৫ উইকেটে হারালো লখনৌ

নিলামে তাকে কেউ কেনেনি। মহসিন খানের খেলার সম্ভাবনা না থাকায় লখনৌ সুপার জায়ান্টস কিছুদিন আগে তাকে দলে ভেড়ায়। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই নিয়েছিলেন ২ উইকেট, আইপিএলে যাদের ধুন্ধুমার তাণ্ডব চলে, সেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ নিলেন ৪ উইকেট।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ উইকেট নেওয়ার পথে ৩৪ রান খরচ করেন শার্দুল। তার শিকার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশান কিশান ও অভিষেক শর্মাদের মতো ব্যাটাররা। শার্দুলের স্পেলই সহজ করে দেয় লখনৌর জয়ের পথ। তাই ম্যাচসেরাও তিনি। হায়দরাবাদের ৯ উইকেটে ১৯০ রানের জবাব ২৩ বল হাতে রেখেই দেয় লখনৌ। ম্যাচটি ৫ উইকেটে জিতে তারা।


হায়দরাবাদ নিয়মিত যে তাণ্ডব চালায়, আজ সেরকম মুহূর্ত খুব বেশি দেখা যায়নি। ট্রাভিস হেড ২৮ বলে করেন ৪৭ রান। অনিকেত বার্মা ৩৬, নিতিশ রেড্ডি ৩২, হেইনরিখ ক্লাসেন ২৬ ও প্যাট কামিন্স ১৮ রান করেন। লখনৌর হয়ে আভেস খান, দিগবেশ রাথি, রবি বিষ্ণু ও প্রিন্স যাদব একটি করে উইকেট নেন।

জবাব দিতে নামা লখনৌ দলীয় ৪ রানে এইডেন মারক্রামের উইকেট হারালেও মিচেল মার্শ ও নিকোলাস পুরানের তাণ্ডবে ৮ ওভারেই তুলে ১১১ রান। পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংস শেষ হয় প্যাট কামিন্সের এলবিডব্লিউর শিকার হয়ে। মার্শ ৩১ বলে করেন ৫২ রান। এরপর রিশাভ পন্তের ১৫, আবদুল সামাদের ২২, ডেভিড মিলারের ১৩ ও আয়ুশ বাদোনির ৬ রানের হেসেখেলেই জয় পায় লখনৌ।

লখনৌর এবারের আইপিএল যাত্রা শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে। আজকের জয় দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে তারা। হায়দরাবাদ আছে ৬ নম্বরে।

পড়ুন : রাজস্থানের বিপক্ষে সহজ জয় কলকাতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন