১৬/১১/২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৬/১১/২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হার্ট অ্যাটাকে মারা গেলেন জনপ্রিয় বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমান

প্রায় ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা। তার মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই ফের দুঃসংবাদ। জনপ্রিয় বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমান মারা গেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য সুকজিন্দর সিং রণধাওয়া নিশ্চিত করেছেন এ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুকালে ৪২ বছর বয়স হয়েছিল অভিনেতা বরিন্দরের। তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পাঞ্জাবি বিনোদন জগতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বরিন্দরের। একজন প্রবীণ চিকিৎসক তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যু হয়েছে তার।

এদিকে অভিনেতা বরিন্দর সিংয়ের মৃত্যুতে সুকজিন্দর সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দরের আকস্মিক মৃত্যুর খবর শুনে আমার হৃদয় ব্যথিত। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে সারাবিশ্বে পাঞ্জাবের নাম উজ্জ্বল করেছিলেন তিনি। তার পরিবারের এই শোক সহ্য করার শক্তি হোক।

এছাড়া ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক পারজত সিং-ও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি একজন নিবেদিত নিরামিষভোজী ছিলেন, শৃঙ্খলা ও সংগ্রামের সঙ্গে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। তার আত্মার শান্তি কামনা করছি।

প্রসঙ্গত, ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন এবং মিস্টার এশিয়ায় ২য় হয়েছিলেন বরিন্দর। তিনি একজন ভারতীয় পেশাদার বডিবিল্ডার। ‘কাবাডি ওয়ান্স মোর’ সিনেমার মাধ্যমে পাঞ্জাবি সিনেমায় অভিষেক হয় তার। যা ২০১২ সালে মুক্তি পায়। বলিউডেও কাজ করেছেন। ‘বোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস (২০১৪ এবং মারজাওয়ান (২০১৯)) এবং ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

পড়ুন : অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন