34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তার ঝুঁকি খুব একটা নেই। তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম।

তামিমের শারীরিক অবস্থার সার্বিক বিষয় নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।

তবে, হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কি না, বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন তামিম। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।

পড়ুন : তামিমকে দেখতে হাসপাতালে গেলেন সাকিবের বাবা-মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন