০৮/০৭/২০২৫, ২১:২৪ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:২৪ অপরাহ্ণ

হাসপাতাল থেকে বাড়ি ফিরেই দীপিকার আবেগঘন পোস্ট

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর দ্বিতীয় ধাপের লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ১১ দিন হাসপাতালে থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে কঠিন অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের টিউমার অপসারণ করা হয়।

অসুস্থতা এবং চিকিৎসার অভিজ্ঞতা দীপিকা ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে, যেখানে তিনি বলেন—এই দিনগুলো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও যত্নের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এর আগে, মে মাসে হঠাৎ পেটব্যথা ও অসুস্থতা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে দীপিকা লিভার টিউমারে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম।

সন্তানের মাতৃস্নেহের ওপর নির্ভরশীল অবস্থায় দীপিকার অসুস্থতা পুরো পরিবারকেই মানসিকভাবে ভেঙে দেয়। তবে অস্ত্রোপচারের সাফল্যে পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে দীপিকা কিছুটা সুস্থ হলেও পুরোপুরি আরোগ্য লাভে তাকে আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

এনএ/

দেখুন: সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মায়ের মৃ*ত্যু

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন