গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আজ ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। শেখ মুজিব বাংলাদেশের একজন নায়ক ছিলেন। ৭১ পূর্ববর্তী সময়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করতে চাই না। কিন্তু ৭১ এর পর তিনি রাষ্ট্র নায়ক হিসেবে বসলেন তখন ঘুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা বিনষ্ট করা সহ এমন কোন অন্যায় নেই তিনি করেননি। আপনারা হাসিনা আমলের অন্যায় ঘুম ও খুন দেখেছেন। শেখ মুজিবের আমলের অন্যায়, ঘুম খুন দেখেন নাই। যারা সে সময় রাজনীতি করেছেন এবং সাধারণ মানুষ বলেন, হাসিনা থেকেও অত্যাচারী শাসক ছিল শেখ মুজিব।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মুঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণ সমাবেশে প্রধান বক্তারা বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকে অনেকে ধানমন্ডি ৩২ যাচ্ছে। শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানানোর জন্যে। শেখ মুজিব যেদিন বাংলাদেশে বাকশাল কায়েম করেছে, যেদিন গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করেছে, যেদিন ভিন্ন মতকে দমন করেছে। এরপর শেখ মুজিবকে বাংলাদেশে স্মরণ করা সুযোগ নাই। শেখ মুজিবের অধ্যায় শেখ মুজিব নিজেই শেষ করেছে। এদেশের জনগণ শেখ মুজিবের অধ্যায় শেষ করে নাই।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

