29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

হিজবুত তাহরীর আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে : গণতান্ত্রিক ছাত্রসংসদ

হিজবুত তাহরীর আবারও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে তাদের ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দ। এ সময় তারা হিজবুত তাহরীরের মিছিলে অংশ নেওয়া সবাইকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এমন মন্তব্য করেন।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাবি আহ্বায়ক আব্দুল কাদের, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসি চৌধুরী, ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন ও ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি জঙ্গিবাদের আস্তানা বানাতে নয়। আজকে পুলিশ মিছিল করার সুযোগ করে দিয়েছে। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে চলা ষড়যন্ত্রের একটি অংশ। শাহবাগেও আমরা দেখলাম ইভটিজারদের পক্ষে থাকা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এবং সেনাবাহিনী। এর জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে।

আব্দুল কাদের বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। ৫ আগস্টের পর হাসিনা একটি মতবাদ ছড়িয়ে দিতে চাচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা। হাসিনার এই মতবাদ বাস্তবায়নের জন্য কাজ করছে একটি গোষ্ঠী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাদের মদদদাতাদেরকেও গ্রেপ্তার করতে হবে।

কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, আজকে বায়তুল মোকাররম থেকে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে। এই মিছিলের প্রচার-প্রচারণা চলেছে অনেকদিন আগে থেকে, তবুও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। হিজবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তারা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়।

পড়ুন : রাজনীতি নিষিদ্ধই থাকছে কুয়েটে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন