32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

হিজবুল্লাহর ড্রোন আঘাত হানে নেতানিয়াহুর বেডরুমে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এবার সেই হামলার একটি ছবি প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, উত্তর ইসরায়েলে নেতানিয়াহুর বাড়ির বেডরুমের জানালায় সরাসরি ড্রোনটি আঘাত হানে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরায়েলি মিডিয়া এ তথ্য জানিয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) এই হামলা চালানো হয়েছিল।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, হিজবুল্লাহ ড্রোনটি সরাসরি এবং সঠিকভাবে নেতানিয়াহুর বেডরুমের জানালায় আঘাত করেছিল। তখন ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরের কারণে মিডিয়া তা প্রকাশ করতে পারেনি। কিন্তু তিন দিন পর সামরিক বাহিনী প্রধানমন্ত্রীর বাসভবনের ক্ষয়-ক্ষতি প্রকাশের অনুমতি দেয়। এরপরই ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়িটির ছবি প্রকাশ্যে আনে ইসরাইলি সংবাদমাধ্যম।

প্রকাশিত ছবিতে দেখা যায়, জানালায় বিস্ফোরণের ফলে কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে দেয়ালে স্বল্প সময়ের জন্য জ্বলা আগুনের ফলে সৃষ্ট কালো দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এ ছাড়া ভবন ঘেঁষা গাছপালা পুড়ে গেছে। সেসব ভেঙেচুরে পাশেই পড়ে রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন