17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি ৪ সেনা নিহত

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। এই হামলায় নিহত হয়েছেন চার ইসরায়েলি সেনা এবং ৬০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

আজ সোমবার (১৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হাইফা শহরের বিশ মাইল দক্ষিণের বিনিয়ামিনা সংলগ্ন একটি ঘাঁটিতে এই হামলায় আরও সাতজন সেনা গুরুতর আহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।’

এছাড়াও, হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার বৈরুত ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) জানিয়েছে, হামলায় ৬১ জন আহত হয়েছে এবং এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টারে আটটি আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন