লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরটি সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, আগুনের ফিলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাবস্টেশন থেকে বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা গেছে। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে যে হেইস, হিথ্রো, হিলিংডন, সাউথহল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে প্রায় ২০০টি কল পেয়েছেন তারা।

স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস এক্স একটি পোস্টে বলেছে, এই ঘটনায় বিদ্যুৎ বিভ্রাটে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়িকে প্রভাবিত করেছে। জানা গেছে, সাবস্টেশনটি থেকে বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।