39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

হিলি বাজারে পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে ক্রেতা-বিক্রেতারা


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের দাম কমে গিয়ে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। রোজার প্রথম দিনে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের উৎপাদন বৃদ্ধি এবং আমদানির ফলে বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, এবার দেশি পেঁয়াজের দাম কম থাকায় পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া এবং নাটোর থেকে পাইকারি পেঁয়াজ এনে বিক্রি করতে পোরছে তারা। দাম কম হওয়াতে বেচাকেনা অনেক বেশি হচ্ছে।

এদিকে, বাজারে পেঁয়াজ কিনতে আসা সাধারণ ক্রেতারা বলেন, রমজানের প্রথম দিন দুই কেজি পেঁয়াজ ৭০ টাকা দিয়ে কিনলেও, আজ এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়। দাম কম থাকায় বাজার করা সহজ হয়ে গেছে।

হোটেল ব্যবসায়ীরা জানান, রমজানে পেঁয়াজের চাহিদা বেশি থাকে, কিন্তু এবার দাম কমে যাওয়ায় আমাদের ব্যবসা ভালো হচ্ছে এবং লাভও বাড়ছে।

পেঁয়াজের দাম কমে যাওয়ায় হিলি বাজারের নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীদের মতে, দেশীয় উৎপাদন ও বাজারে আমদানির সুবিধা মেলার কারণে পেঁয়াজের দাম কমেছে, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সুখবর।

এভাবে চলতে থাকলে, চলতি মৌসুমে পেঁয়াজের দাম আরও স্থিতিশীল থাকতে পারে।

দেখুন:নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ |

এসএম/এনএ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন