১৫/১১/২০২৫, ২১:৪৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হৃদয়-জাকেরের ব্যাটে বাংলাদেশের ১০০ পার

টসে জিতে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় টাইগাররা। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান তাওহিদ হৃদয় ও জাকের আলী। আর কোনো বিপদ ঘটতে না দিয়ে দলীয় শতরান পূর্ণ করেছেন তারা।

আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে বিকেল তিনটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১ রানে ব্যাট করছে বাংলাদেশ। উইকেটে তাওহিদ হৃদয়ের (৩৬) সঙ্গে আছেন জাকের আলী (৪০)।

ব্যাটিংয়ের উদ্বোধন করতে নেমে কোনো রান করার আগেই ফেরেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তিনে নেমে কোনো রান করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ২ রানের মধ্যেই ২ উইকেট হারানো দলে পরিণত হয় বাংলাদেশ। সৌম্যকে শামি ও শান্তকে শিকার বানান হরষিত রানা।

তৃতীয় উইকেটে কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করে তানজিদ ও মেহেদী হাসান মিরাজের জুটি। তবে টিকতে পারেননি মিরাজ। দলীয় ২৬ রানে রানার বলে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। বাকিরা ব্যর্থ হলেও দারুণ সব শটে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ। তবে ভারত স্পিন আক্রমণ শুরু করলে তারও অক্কা ঘটে।

অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ৪টি চারে ২৫ রান করেন তিনি। পরের বলেই সেই একইভাবে উইকেট দিয়ে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। ৩৫ রানের ৫ উইকেট হারানো দলকে এরপর আলোর পথ দেখান হৃদয় ও জাকের। এরই মধ্যে এই জুটির থেকে এসেছে ৭৬ রান।

বিজ্ঞাপন

পড়ুন :এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন