26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

হেঁটে পার হচ্ছিলেন রেললাইন, ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু

ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (0২জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।


রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। একটি পা শরীর থেকে বিচ্চিন্নসহ মারাত্বক জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।


আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন