লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে। তবে বিবিসি জানায় বিষয়টি নিয়ে হিজবুল্লাহ কোন মন্তব্য করেনি।
আইডিএফ বলেছে, ‘দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এ জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।’
আইডিএফ তাদের ‘এক্স’ প্লাটফর্মে লিখেছে, ‘হাসান নাসরাল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবেনা।’
গত কয়েকদিন যাবত ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালাচ্ছে।
ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কাবু করতে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।