সুনীল শেঠি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০০০ সালে। অর্ধযুগের বিরতি ভেঙে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। এ সিনেমা ফ্যাঞ্চাইজিতে রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অক্ষয়, সুনীল ও পরেশ।
নির্মিত হচ্ছে ‘হেরা ফেরি’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। আগেই জানা গেছে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় থাকছেন না অক্ষয় কুমার। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বাবুরাও অর্থাৎ পরেশ রাওয়ালও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রবীণ অভিনেতা। অবশেষে এ বিষয়ে নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল।
মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন পরেশ রাওয়াল। তাতে এ অভিনেতা লেখেন, “আমি স্বীকার করছি, ‘হেরা ফেরি থ্রি’ সিনেমা থেকে সরে এসেছি। তবে সৃজনশীল মতপার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নিইনি। আমি আবারো বলছি, চলচ্চিত্র নির্মাতার সঙ্গে সৃজনশীল কোনো মতবিরোধ নেই। চলচ্চিত্র পরিচালক মিস্টার প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে।”
পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দেখুন: বিনামূল্যের দুই ট্রাক বইসহ আটক ২
ইম/