কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনায়াসেই জিতেছে ভারত। ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অল্প রানে থামিয়ে দিয়ে হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত।
কানপুর টানা দুই দিন বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এতে ৫২ রানের লিড পায় তারা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পায় স্বাগতিকরা। জবাব দিতে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে রোহিত-কোহলিরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপর ১০ বলে ৬ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন শুভমান গিল। তবে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে বিরাট কোহলি।
শেষ পর্যন্ত ৪৫ বলে ৫১ রান করে জয়সাওয়াল আউট হলেও, কোহলির অপরাজিত ২৯ রানে ভর করে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ভারতের জাসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ১ উইকেট নেন আকাশ দ্বীপ।
দুই ইনিংসে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা জয়সওয়াল। চেন্নাইয়ের সেঞ্চুরি ও সিরিজে ১১ উইকেট নিয়ে সিরিজর সেরা রাভিচান্দ্রান অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬ (আগের দিন ২৬/২) (সাদমান ৫০, মুমিনুল ২, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*; বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ১০, জয়সওয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*; মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ইয়াসাসভি জয়সওয়াল।
ম্যান অব দা সিরিজ: রাভিচান্দ্রান অশ্বিন।