Nagorik TV

গেল শতাব্দির নব্বইয়ের দশকের কথা। ঢাকাই চলচ্চিত্রের একঘেয়ে সব অভিনয় আর চিত্রশৈলী দেখতে দেখতে, ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তাদের সামনে মন কেড়ে নেয়ার মতো চেহারা, আর অসাধারণ সব অভিনয়ের বৈচিত্র্য নিয়ে হাজির হন, বাংলা চলচ্চিত্রাঙ্গনের অমর নায়ক সালমান শাহ। মাত্র চার বছরেই যিনি চিরস্থায়ী আসন পেয়েছেন, এদেশের মানুষের মনে। গুণী এই অভিনেতার ৪৯তম জন্মদিন আজ।

নাম সে করেও ছিল। যার রেশ রয়ে গেছে এখনো। সালমান শাহ। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এলেন, আর বহুরূপী গুণে আসন গাড়লেন কোটি ভক্তের হৃদয়ে।

মাত্র ২৭টি চলচ্চিত্র। যার প্রায় সবই সুপারহিট। তার হাত ধরেই, বাংলা চলচ্চিত্র উঠেছিলো নতুন এক উচ্চতায়।

একদল ক্লান্ত দর্শকের সামনেই এসেছিলেন সালমান। তাই চ্যালেঞ্জটা ছিলো আকাশ সমান। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে, সব বাধা তিনি পেরিয়ে যান এক ঝটকায়। দেশজুড়ে তখন তারই আলোচনা। আর মুখে মুখে সুপারডুপার রোমান্টিক সব গান।

রোমান্স, ড্রামা কিংবা অ্যাকশন। সব চরিত্রেই তার লুক ছিলো আলাদা কিছু। কাউবয় হ্যাট, গগলস, লং কোটে ডিটেকটিভ লুক। হুডি শার্ট, ব্যাক ব্রাশ চুল, কানে দুল। তার ফেইড জিন্স আর মাথার স্কার্ফ তো রীতিমতো তাড়িয়ে বেরিয়েছে তরুণ প্রজন্মকে।

মুক্তিযুদ্ধের বছর, ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম। ১৯৮৫ সালে বিটিভিতে আকাশ ছোঁয়া নাটকে অভিনয়ের শুরু। চলচ্চিত্রে আবির্ভাব ৯৩ সালে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। রাজধানীর ইস্কাটনের বাসায়, নিজের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সবার প্রিয় সালমানের মরদেহ। বলা হয়, আত্মহত্যা নয়, তিনি হত্যাকা-ের শিকার। যে রহস্যের জট খোলেনি আজও।

আব্দুল্লাহ শাফী/ফই