17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

১০৬ রানেই অলআউট বাংলাদেশ

ভারত সফরে ব্যর্থতার পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটাও হল লজ্জাজনকভাবেই। প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান করে অলআউট হয়েছে শান্তবাহিনী।

মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে স্পিন ফাঁদে ফেলতে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে টাইগার ব্যাটারদের।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ বল খেলে ০ রান করে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

এক ওভার পরেই ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুমিনুল হকও। দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চাইলেও তিনি হতাশ করেছেন। ব্যক্তিগত ৭ রানে কেশব মহারাজের হাতে নিজের উইকেট বিলিয়ে দেন তিনি।

এরপর ২০ বলে মাত্র ১১ রান করে রাবাদার বলে বোল্ড আউট হন মুশফিকুর রহিম। ১৩ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস। এতে দলীয় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে জয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ১৩ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখেছেন ওপেনার জয়।

লাঞ্চ বিরতির পিচে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ৯৭ বলে ৩০ রান করে বোল্ড আউট হন জয়।

নিজের অভিষেক রাঙাতে পারেননি জাকের আলীও। ১৫ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর নাঈম হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তাইজুল ইসলাম। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ।

শেষ পর্যন্ত নাঈম হাসান (৮) এবং তাইজুল ইসলাম ১৬ রানে আউট হলে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসেআ রাবাদা, মুলদার এবং কেশব মহরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ডানে পিয়েড নেন এক উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ১ উইকেট হারিয়ে ৪১ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন