24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করে যাওয়ার প্রত্যয়ে ব্যক্ত করেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে যান নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।  বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন দ্বায়িত্ব অনেক চ্যালেঞ্জ। সবার সহযোগিতা নিয়ে তা মোকাবেলার প্রত্যয় জানান তিনি।

বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ফেব্রুয়ারির মধ্যে অনেক শিক্ষার্থীর কাছে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।

সদ্য বিদায়ী এই উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা স্থিতিশীল অবস্থানে এসেছে।

এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।  তার পক্ষে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলানো কঠিন হয়ে যাচ্ছিলো বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পড়ুন : ১০ মার্চের মধ্যে সারাদেশে বই পৌঁছে যাবে : বিদায়ী শিক্ষা উপদেষ্টা

দেখুন : সয়াবিন তেলের লিটারে ১০ টাকা কমছে, ১ মার্চ কার্যকর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন