বিগত ১২ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সরকার চামড়াশিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের আমতলি এলাকার চামড়ার আড়ৎ ও সংরক্ষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করেছে। কেউ যদি সংরক্ষণ না করে চামড়া পচিয়ে ফেলে, তার দায় সরকারের নয়। সিন্ডিকেট ভাঙতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে লবণ সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কোরবানির পর সংগৃহীত চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদ্রাসা ও এতিমখানাগুলো চাইলেই তিন মাস পর্যন্ত লবণযুক্ত চামড়া সংরক্ষণ করতে পারবে।
পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা শহরের আমতলি এলাকার গুদামে সংরক্ষিত চামড়া এবং পাকারমাথা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার লবণযুক্ত চামড়াও ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক শামীমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
