প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানে চীন। দুইয়ে যুক্তরাষ্ট্র, আর তিন নম্বরে নেমে গেছে আয়োজক দেশ ফ্রান্স।
অলিম্পিক মানেই যেন যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই। তবে প্যারিস অলিম্পিক কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র পদকের বিচারে অনেকটা এগিয়ে থাকলেও, স্বর্ণপদকের দিক থেকে খানিকটা পিছিয়ে।
এবার ১২টি গোল্ডসহ মোট ২৬ পদক নিয়ে, টেবিলের এক নম্বরে চীন। ৯টি স্বর্ণসহ মোট ৩৮টি পদক নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। আর ৮ স্বর্ণসহ ২৮ পদক নিয়ে তৃতীয় ফ্রান্স।